পৃষ্ঠাসমূহ

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

শপিং মল




















রাজধানীর অভিজাত বিপণীবিতানগুলোর আলোর ঝলকানিতে চোখ ফেরানো দায়। হরেক রকম বাহারী জিনিসে ঠাসা। অভিজাত এলাকায় গড়ে ওঠা এসমস্ত বিপণীবিতানগুলোর আধুনিক নাম শপিংমল। আধুনিক পরিবারের বিত্তশালীর ধনীর দুলালীরা এখানে ফ্যাশান শোর মতো পোষাক আষাক পড়ে আসে। হাই মাম হাই ডেড ফ্যামেলির জন্য এ বাজার রীতিমতো বদলে দিয়েছে প্রাচীন আমলের হাট-বাজার। কারো কারো ফ্যাশান শো দেখে চোখ ফেরানোই দায়।

বাংলা ইংলিশ মিলিয়ে যে ব্যাংলিশ কালচার আমাদের সন্তানদের মুখে শুনতে পাচ্ছি সেই শব্দগুলো নিয়েই যদি আমরা এ শপিংমলকে অর্থ করি তাহলে কি দাঁড়ায়? মল বুঝেনতো? নাকি সেটারও অর্থ বলে দিতে হবে? হাসবেন না। প্লিজ একটু ভাবুন।

যে রং ঢংয়ের দুনিয়া তা মরে গেলেই শেষ। মরার পর আপনি হবেন পোকা-মাকড়দের জন্য সুপারমল। অর্থাৎ চমৎকার ভাগাড়। জীবিত অবস্থায় যা কিনে খাচ্ছেন তা কিছুক্ষণ পরেই স্থান পায় ঐ ভাগাড়ে। বাহারে দুনিয়া ! বাহারে সুপার মল। সুখেও তুমি দু:খেও তুমি। যে আমি খাবার কিনে খাচ্ছি সেই আমিই একদিন পরিণত হব ঐ সুপার মলে।