পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

গর্ভদ জাতি

হেকায়াতঃ
----------

বনের রাজা সিংহ মশাই সহসা হুংকার দিয়ে উঠলেন। তার হুংকারে পুরো বনের পশু-পাখিদের অন্তারাত্মা কেঁপে উঠলো। পাশে বসে ঝিমুতে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী বাঘ মশাই চেয়ার থেকে পড়ে গেলেন। শিক্ষামন্ত্রী শেয়াল পন্ডিতের চশমাটা নাকের ডগা থেকে খসে পড়লো।

পরিস্থিতি বুঝে উঠার আগেই সিংহ মশাই বজ্র কন্ঠে আওয়াজ তুলে বললেনঃ

- এত বড় সাহস...আমার বিরুদ্ধে লিখে? বলি এত সাহস বনের পশুদের হলো কি করে?

- হুজুর, গোস্তাতি মাফ করবেন। এসব শেয়াল পন্ডিতের কাজ। ওকে শিক্ষা মন্ত্রী করায় সকলেই শিক্ষিত হয়ে উঠছে জনাবে আলা..

- তাই না-কি? সিংহ মশাই শিয়ালের দিকে তাকিয়ে বললেনঃ

সবাইকে তোমার মত পন্ডিত বানাতে চাও না-কি হে শেয়াল পন্ডিত? শিক্ষার আলো..ঘরে ঘরে জ্বালো বলে তুমি কোচিং সেন্টার খুলে ঘরে কি আলো জ্বালিয়েছো হে...তোমার শিক্ষার আলোর জ্বালায় টিকতে না পেরে মুরগীর ছানাগুলো যে ঘর থেকে বেরিয়ে আসছে...আর তোমার দলের সদস্যরা দিব্যি তাদের সাবাড় করছে, সেই খবরও তো আমার কাছে আছে...

শেয়াল পন্ডিত সিংহ মশাইয়ের কথা শুনে একেবারে নিষ্প্রভ হয়ে গেল। সে চিন্তা করলো-এখন পরিস্থিতি খুবই গরম। কথা বলতে গেলে হয়তো পাছে তার গর্দানটা না চলে যায়...

সিংহ মশাইয়ের উপদেষ্টা কৃকৃর ঘেউ ঘেউ করে কয়েকটা আওয়াজ তুলে বললোঃ

-হুজুর, যদি কিছু মনে না করেন, তাহলে একটা প্রস্তাব পাঠাতে পারি?

সিংহ মশাই গম্ভীর গলায় বললেনঃ

- কি প্রস্তাব? বলো, শুনি?

- বলছিলাম কি... শেয়াল পন্ডিতকে শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব না দিয়ে যদি গর্দভকে শিক্ষামন্ত্রী বানানো যায়, তাহলে এই বনের সকলেই গর্দভ জাতিতে পরিণত হবে। তারা আর বুদ্ধি করে কোনো কাজ করতে পারবে না..হুজুর...তাছাড়া তাদেরকে শিকারও করা সহজ হবে...

কুকুরের কথা শুনে সিংহ মশাই মনে মনে হাসলেন। বুঝলেন, তিনি ভুল করেননি। বিশ্বস্থতায় কুকুরের চেয়ে আর কে তাকে ভালো নিরাপত্তা দিতে পারে...ওর কথা মতোইতো হায়ানাদের নখ কেটে দিয়ে হিংস্র্রতার হাত থেকে বাঁচতে পেরেছি। নচেৎ ওরা ছিঁড়ে খেতো আমায়..ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বাঘের দিকে আড় চোখে তাকিয়ে স্মিত হেসে সিংহ বললেনঃ

- হুম। তবে তাই হোক। কি বলেন স্বরাষ্ট্র মন্ত্রী মশাই...

সিংহ মহাশয়ের উদ্দেশ্যটা বুঝতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী বাঘ মশাইও মাথা ঝাঁকালেন। বোঝা গেল তারও মত আছে। অন্ততঃ আন্দোলন ফান্দোলন করলে দু'চারকে তো সাইজ করা যাবে...

মন্ত্রীত্ব হারিয়ে শেয়াল পন্ডিত ভেবেছিলেন, দু দন্ড শান্তিতে থাকবেন। কিন্তু তা আর হলো না। সভা সেমিনারে গেলেই তার সাথে তর্ক বেঁধে যায় সদ্য শিক্ষিত হওয়া নব্য শিক্ষিতদের সাথে। কোণঠাসা শেয়াল পন্ডিত মনে মনে প্রমাদ গুনলেন আর বললেনঃ

বয়েতঃ
------
শিক্ষা দীক্ষা শিকায় উঠলো, প্রাণ যে মিশেছে প্রাণে
গর্দভরা জানে না যে, কোথায় আছে তার মানে?
চিন্তা-চেতনায় মোরা হয়েছি যে মুঢ়, নির্জীব, অর্থব,
বুদ্ধিজীবী সেজে হয়েছি যে মোরা একশ্রেণীর গর্দভ।।

শিক্ষাঃ
------
যে শিক্ষা-দীক্ষায়, দীক্ষিতের মন-মানসিকতাকে উন্নত করতে পারে না, সেই শিক্ষা জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আর সেই জাতিও বিশ্ব দরবারে মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারে না। কার্যতঃ সেই জাতি একটা গর্দভ জাতি ছাড়া আর কিছুই নয়।
#স্বপন #চিশতী