পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

আদমতনের বিচার



















কলি- (আদম তত্ত্ব)
সেই তো আদম আহাদের দম
নিরাকার সে আকার ছাড়া,
কে কয় আদম মাটির গড়া।
বিচারঃ
আব,আতশ,খাক,বাদ,নূর,ছাফা দিয়ে আদমের দেহ তৈয়ার করে কিন্ত আদম কোন চীজে তৈরী?আদম হলো আহাদের দম যার ভেতরে আত্মারুপে স্বয়ং আল্লাহ বিরাজ করে।

কলি- (আদম গন্দম)
একদিন খোদে আরশেতে হইয়া খাড়া,
কলমকে করে ইশারা,
মাখলুকাত আঠারো হাজার লেখো কলম যতনে,
কলমের লেখা যখন হইলো খতম
সামনে দেখিলো গন্দম
আল্লাহ হারাইলো লজ্জা শরম
তাকাইয়া গাছের পানে।।
বিচারঃ
আরশ বা পানির ওপর এস্কের কলম দিয়ে আঠারো হাজার মাখলুকাত রচনা করলেন সাই।এরপর নিজের প্রতিবিম্ব জলে দেখে বা গন্দম গাছ দেখে আল্লাহ লজ্জা শরম হারালো।কারন সংসার সৃজন কালে তিনি প্রকৃতি ছিলেন।

কলি- (আদম গন্দম)
গন্দমকে করে ওছিলা
লুকায়াছে নিজে আল্লা
আদামা সফিউল্লাহ নাম ধরিলো সেইখানে,
তিন ঘাটের এক রাস্তা পাইলো
বাঘের ন্যায় চলে গেলো
৩৬ হাজার বছর মজুদ ছিল সেইখানে।
বিচারঃ
গন্দমের ভেতরে হাওয়ার সাথে সাই বিরাজে।হাওয়ার সাথে মিলে হয় আদম সফিউল্লাহ।ত্রিবেনীর তিন ঘাট দিয়ে তার নিত্য যাওয়া আসা।

কলি- (আদম গন্দম)
উড়া যার ওজুদের খেয়া
কোনপথে তার আসা যাওয়া
না জেনে তার ভেদ খোলাসা
আদমকে আর কে চেনে।।
বামে হাওয়া ডানে আদম
সবার মধ্যে চলছে হরদম।।
রশীদ সরকার হইছে অধম
এসব নিগুড় তত্ত্ব না জেনে।
বিচারঃ
এই অজুদের বা শরীরের নাকের বাম ধারাতে হাওয়া আর ডান ধারাতে আদম বিরাজ করে।এটাই চরম সত্য
 [সুত্র:বন্ধুবর সুজন শাহ]