পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩ জুন, ২০১৭

মাহবুবের সান্নিধ্যঃ পথ চিন্হ ও পদরেখা

কোন এক বালুকা বেলায় গোধুলি লগনে একজোড়া প্রেমিক-প্রেমিকা পার্কের একটি বেন্ঞ্চিতে বসে খুনসুটি করছিল। তাদের সেই আনন্দ হিল্লোল এবং টিকা-টিপ্পনীও পথচারীদের দৃষ্টি আকর্ষিত হচ্ছিল। তারা এমন কিছুই করছিল না যে তাদেরকে সেখান হতে চলে যেতে হবে। বরংঞ্চ তাদের সেই আনন্দ ঘন মুহুর্তগুলো সকলেই বেশ উপভোগ করছিল। কিন্তু প্রেমিক যুগলের সেই দিকে কোন ভ্রুক্ষেপ ছিল না। তারা তাদের মতোই সময়কে উপভোগ করছিল।

তোমারই প্রেমে যদি মজে থাকে মন
তবে কেন এই মিথ্যা আস্ফালন, কেন
খুঁজে ফেরে মন, যাচে দ্বিতীয় জন?
এ প্রেম নয়।  কামনা-বাসনা
অধম এ স্বপন বলে,  কেমনে করিব প্রেম
শুদ্ধশত দলে....

মুল কথাঃ
----------
জগতের একজন মাশুকের জন্য তোমার ইশক্ যদি এতোটাই বিভোর থাকে যে, তোমার আশে পাশের কথা, এমন কি পরিবেশ পরিস্থিতির দিকেও তোমার কোন খেয়াল না থাকে, তাহলে দিদারে এলাহি যারা লাভ করেছেন, সেই আশেকদের কেমন করে জগতের দিকে খেয়াল থাকে? তাদের খেয়ালতো কেবল তাদের মাশুক ইশক্ এ ইলাহীর দিকেই ধাবিত থাকে। যেমনটা থাকে ঝর্ণার পানি প্রবাহ