পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

বিউটিকুইন নিউ অপেরা হাউসঃ মনার অনুভব

শীতের আমেজ আসতে শুরু করেছে কেবল। এরই মধ্যে মধ্যরাতে শিশিরের ফোটা আর কুয়াশায় ঘেরা চাদর প্রকৃতি ফেলতে শুরু করেছে। তার সাথে পাল্লা দিয়ে চলছে য়াত্রাগান, পালাগানের শিল্পীদের তোড়জোড়। শীতের রাত দীর্ঘ হয় বলে এ সময়টাতেই বেশি চলে এই পালা উৎসব। বিউটিকুন নিউ অপেরা হাউস ঠিক সে রকমভাবেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। তাদের সামনে একটি অনুষ্ঠান করার কথা আছে। সেই অনুষ্ঠানে যাবার আগে যাত্রাগানের রিহার্সেল চলছে.....

মনা সেই অনুষ্ঠান দেখার জন্য একটি কোণে ঘাপটি মেরে বসে আছে। সে দেখছে-যাত্রাদলের লোকজন কি ভাবে সাজছে। কেউ গায়ে রাজা-বাদশার পোষাক পড়ে নিজেকে রাজা ভেবে বলছেঃ সেনাপতি....সেনাপতি ..এই কে আছিস..এক্ষুণি মন্ত্রীকে খবর দাও....কেউ হয়তো সেনাপতি সেজে ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে যাবার প্রস্ততি নিচ্ছে...একটি লোহার তলোয়ার নিয়ে আপনা আপনি নাচাচ্ছে...কেউ বা বাইজি সেজে নাচছে...তবলা বাদক তবলায় টোকা দিচ্ছে...আর বলছে...তা...ধিন ধিন..ধিন না..তুন না...তা তিন..তিন না...সেই শব্দ শুনে বাইজী হাল্কা তালে নাচছে....

পাশে বসা নাট্য পরিচালক পান্ডুলিপি নিয়ে হাল্কা শব্দে উচ্চারণ করছে আর সেই কথা শুনে শুনে অভিনেতা অভিনেত্রীরা সংলাপ বলছে। ভুল হলেই সে ক্ষেপে যাচ্ছে আর সংলাপ ভালো করে শুনতে বলছে। অভিনেতা-অভিনেত্রীদের চরিত্রের বাইরে কাউকে কোন কথা বলতে শুনছে না....

মনা মুগ্ধ হয়ে দেখছে....সবকিছু। এরমধ্যে সে দেখলো সফেদ দাঁড়িওয়ালা সাদা পায়জামা-পান্ঞ্জাবী গায়ে দিয়ে একটি লোক হাতে একতারা নিয়ে গান গাইতে গাইতে বলছে....ওরে বেভুল...তুই...

যাত্রাদলের মালিক রহিম সাহেব মনার পাশেই বসা ছিল। মনাকে দেখে রহিম সাহেব জিগ্যেস করলোঃ

-ভাইজান কেমুন বুঝতাছেন? ব্যবসা করতে পারমু তো....

মনা রহিম সাহেবের সেই কথার কোন উত্তর দিল না। সে ভাবতে শুরু করলো তার নিজের মতো করে।

এই মহা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ তায়ালা রব রুপে সকলেরই মাঝে বিরাজিত। তিনি মানুষকে সৃষ্টি করেছেনঃ সুন্দরতম আকৃতিতে। জমিনের বুকে সে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচিত। সেই রবই তার মাঝে বিরাাজিত। তিনি যা বলছেন, আমরা কি তা শুনতে পাচ্ছি...যেমনটা এই যাত্রাপালার নাট্যপরিচালক হাল্কা শব্দে উচ্চারণ করছেন? যখন ভুল করেছন...তখন বিবেক এসে যেমন গান করে জানান দেয়, ঠিক তদ্রুপ আমরাও ভুল করলে আমাদের বিবেক এসে কি জানান দেয়? যদি দেয়, তাহলে সেই ভুল আমরা সংশোধন করছি না কেন ....না-কি না করাটাও আমাদের নাট্যচরিত্রেরই অংশ...

মনা যেন দেখতে পেল বিউটিকুইন নিউ অপেরা হাউসের মালিকের মতো তারই মালিক যিনি সমগ্র জগতের পরিচালক, তিনিও তার অপেরা হা্উসকে প্রতি নিয়তই সাজাচ্ছেন নিত্য নতুন রুপে। তার কথা কেউ শুনতে পায়...কেউ পায় না..কেউ তার নাট্য পরিচালককে দেখতে পায়, কেউ পায় না...সবই যেন সেই চিত্রনাট্য সাজানোর মতো করেই সাজানো....ভালো-মন্দ মিলিয়েই এই বিউটিকুন নিউ অপেরা হাউস।

"জিন্দেগী আপনি যব ইস শাকাল ছে গুজরি গালিব
হাম ভি ক্যা ইয়াদ করেগি কি খোদা রাখতে থি।"

-মীর্জা গালিব