পৃষ্ঠাসমূহ

রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

সেলফিঃ অন্যদৃষ্টি-দৃষ্টিরভিন্নতা

মিতু বেশ কায়দা করে নাক-মুখ কুঁচকে একটি ছবি তুললো। তারপর সে ছবি দেখলো। নাহ! ছবিটি তার মনের মতো হয়নি। সে বেশ কায়দা করে আরেকটা ছবি তুললো। তারপর সেই ছবিটি সে তার ফেসবুকে আপলোড করে পোষ্টে লিখলোঃ
"বন্ধুরা বাদাম খাচ্ছি। দ্যাখোতো কেমন দেখাচ্ছে আমাকে..."
মিতুর সেই আপলোড করা সেই ছবিটি দেখে তার বন্ধুরা কেউ লাইক দিল। কেউ বা কমেন্টস করলো। কেউ বা শেয়ার করলো।
মিতুর সেই ছবিটি শাহেদ দেখতে পেল। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো সেই ছবিটির দিকে। ছবিটি দেখে শাহেদের ভাবুক মন কেমন যেন উদাস হয়ে গেল। সে মনে মনে বললোঃ আচ্ছা এই যে ছবিটি আমি দেখছি...এটা কি তারই ছবি...যে মনের ভেতর বসত করছে? যাকে জানার জন্য প্রতিটি ধর্ম গ্রন্থেই তাগিদ দেয়া হয়েছে…..বলা হয়েছে আত্মানং বিধি। কিংবা সক্রেটিসের সেই মহান উক্তিঃ know thyself. কিংবা মশহুদ হাদিস শরীফের বর্ণনাঃ “মান আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা রাব্বাহু”। যে নিজেকে জেনেছে সে তার প্রভুকে জেনেছে?
আত্মা তো পন্ঞ্চ ভৌতিক উপাদান ক্ষিতি, অব, তেজ, মরুৎ, ব্যোম এর সংমিশ্রণে তৈরী পোষাক বিশেষ। সেই পোষাকের ভেতর যে অংগ-প্রতঙ্গগুলো রয়েছে, সেগুলোকে ঢেকে রাখার একটা পর্দা বিশেষ। কিন্ত্তু যিনি এই অংগ-প্রতঙ্গগুলো পরিচালনা করছেন, তিনি কি সেই, যাকে আমি দেখছি…..না-কি তার ছায়া বিশেষ…সর্বস্ব তুমি কাহারো ছায়া…