পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

অণু গল্পঃ মনা পাগলার তত্ত্বনির্যাস

অাধ্যাত্মিক দর্শন এবং সুফীবাদ কি? সুফী কারা? প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল মনার কাছে।
প্রশ্নটা শুনে মনা কিছু বললো না। শুধু একটা সাদা কাফনের কাপড় আর হাতে একটা কলার থোড় (কলার মোচা) নিয়ে আসলো। তারপর সেটাকে বিছালো। সেই কাফনের কাপড়ের বাম পাশটাতে কলার মোচাটা রেখে বললোঃ

-জ্ঞান থাকলে এই বার বুঝে নে....

-কি করলেন...কিছুইতো বুঝবার পারতাছি না....