পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

অনুকাব্যঃ চেরাগ.ই.ইশক


অনুকাব্যঃ চেরাগ.ই ইশক
------------------------
তোমারই ইশক.কেতে যে জন জ্বলে দিবা-নিশি
হরদম ডাকে তোমায়, গেয়ে প্রেমের গীতি।
নাই তো আশ তার সহায় সম্পত্তিতে
তবুও ডাকে তোমায় পাপিয়া সংগীতে।।
কোকিলের কুহু ডাক, কিংবা বুলবুলির
তোমারই শান তার অমৃত বুলি।।
চেরাগে চিশতী তুমি, হৃদয়ের ধ্বনি
তোমাকেই জানি মানি, তুমি.ই. অন্তর্যামী।।
অধীনে দীনহীন কাঙালে কয়
তোমাতেই থাকি যেন সদা তুমিময়।।
#স্বপন #চিশতী





 অনুকাব্যঃ অনুযোগ
------------------
দানপাত্র হাতে দিয়ে তুমি, সাজিয়েছো দাতা
বিচারকের আসনে বসে, সাজিয়েছো ত্রাতা।
জালিমেরে দিয়ে তুমি বাড়াও তোমার শান,
বুঝিনা আমি, কি করে সাজো তুমি রহিম-রহমান ?

#স্বপন #চিশতী