পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

#সংসার

#সংসার
সংসার=সম্+সার। সম মানে সমান। আর সার মানে মুল বা মৌল। অর্থাৎ মুল বিষয়ে সমান অধিকার। চেয়ে দেখ জগত সংসারের দিকে। সর্বক্ষেত্রেই দেখতে পাবে, #জগতপতি সকলকেই সমান অধিকারে তার সমস্ত বিষয়াবলি বিলিয়ে দিচ্ছে।
তুমি যদি তোমার সংসারের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে, পিতা-মাতাতো দুরের কথা, তোমার অতি নিকটাত্মীয়ও এমনকি তোমারই রক্তের ভাই-বোন তোমার মতো নয়। তুমিও তাদের মতো নও। সকলেই সঙ ধরে মুল বিষয় নিয়ে কাড়াকাড়ি করছে। যে সংসারে এই মনোভাব বিরাজ করে, সেটা সংসার নয়। তাহলে সেটা কি? সেটা হলো সঙ ধরা সার। অর্থাৎ #সঙসার