পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

মনা পাগলার মৌনতা.....এবং চতুর্থ পর্ব

(পুর্ব প্রকাশের পর হতে)

গানের কথাগুলো ভারি সুন্দর এবং গভীর অর্থবহ। কতো সুন্দর করে সর্বেশ্বরবাদ ব্যক্ত করেছেন। পুরো গানটা শুনতে পারলে বেশ ভালো লাগতো। আচ্ছা আপনি কি পুরো গানটি জানেন?
মনা পাগলাকে লক্ষ্য করে লোকটি জানতে চাইলো। মনা কৌতুহলী বললোঃ

-জানি। হুনবেন..

-শোনান...

-মনা বেশ আবেগ নিয়ে গজলটা শুরু করলোঃ

আয় মেরে মাওলা তু ছবছে আলা
তুহি হ্যায় আফজাল তুহি হ্যায় আহসান
অনাদি অনন্ত ছেফাত তোমারি
তুমহিছে পয়দা হ্যায় ছারে জাহান।।
জমি জমামে মকি মকামে
হর এক জাগামে তোমারি জ্বালুয়া।
কুদরতকা তেরি নাহি কেনারা
ছবহি হ্যায় শাযদার ছবহি হ্যায় হয়রান।।
কাহিঁতু গুল হ্যায় কাহিঁতু বুলবুল
কাহিতু গুন্ঞ্জা কাহি চেমন হ্যায়।
কাহিতু আশেক কাহিতু মাশুক
প্রেমে উচাটন গহিন কানন হ্যায়।।
রুপ তোমহারা প্রেমে ছারাপা
জগত ছমন্দর কি এক লহর হ্যায়।।
হুর পরীপর জ্বালুয়া তোমহারা
প্রেমিকগণ রুপে জ্বালাতন।
তুহি হ্যায় হিন্দু তুহি মুসলমান
তুহি বুৎখানা তুহি হ্যায় কাবা
তোমহারা পুজন তোমহারা ভজন
সবার হৃদে তব সিংহাসন।।
মাশুক সেজে জগত মাঝে
জ্বালাও আশেক হাজারে হাজার।
আপহিত আশেক আপহিত মাশুক
রহস্য ভেদে হও অকারণ।।
তুহি হ্যায় আপকর তুহি হ্যায় বেদিল
তুহি হ্যায় চিশতী তুহি শাহাপীর।
তুহি বাবা শাহ মাহে দিলারা
আজব নিরালা হ্যায় তেরা চলন।।


গজলটা শেষ হতেই মনার চোখে কেন যেন জল আসতে চাইছে। যখন সে গাইলোঃ
মাশুক সেজে জগত মাঝে
জ্বালাও আশেক হাজারে হাজার।
আপহিত আশেক আপহিত মাশুক
রহস্য ভেদে হও অকারণ।।

মাশুক অর্থাৎ প্রেমিকা সেজে তুমি জগতের মাঝে হাজার হাজার আশেক অর্থাৎ প্রেমিককে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ। আবার তুমিই আশেক তথা তুমিই প্রেমিক তুমিই প্রেমিকা। রহস্যটা অকারণে ভেদ কর। তার মানে কি? মনা যে প্রেমে জ্বলে পুড়ে ছাড় খাক হয়ে যাচ্ছে-সেটাই কি সে? আর সেটা যদি সে-ই হয়, তাহলে মনাটা কে? এর উত্তর মনার জানা নেই। মনা চোখ মুছতে মুছতে লোকটির দিকে তাকালো। দেখলো ঐলোকটিও মনার দিকে তাকিয়ে রইল। তারপর মনার হাত ধরে বললোঃ

-চলুন আমার সাথে।

-কই যামু?

-আমার বাসায়। আজকে আপনি আমার সাথে থাকবেন। তারপর রাত-ভর অনেক কথা বলবো। অনেক কিছু জানার আছে। চলুন

এ কথা বলেই সে মনার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চললো।

(চলবে)