পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৭ মে, ২০১৫

খোঁচাইল

নদী এখন পুর্ণ যৌবনা নয়া পানির নয়া ডাকে সারা না দিয়ে পারলো না কাউসার তার একটাই চিন্তা পোনা মাছ শিকার করা সে একটা ঠেলা জাল বানিয়েছে আন্ঞলিক ভাষায় সেটাকে বলা হয় খোঁচাইল সেইটা দিয়েই সে ঠেলে ঠেলে মাছ শিকার করে খোঁচাইল দেখতে অনেকটা ত্রিভুজাকৃতির তিন টুকরো বাঁশের কন্ঞি দিয়ে তৈরী মাঝখানে জাল পাতা
বৈশাখ-জৈষ্ঠ্য মাসে আষাঢ়ের প্রথমভাগে গাঙ্গে নতুন পানি আসে। সেই পানিতে মা মাছ ডিম পাড়ে। সেই ডিম ফুটে বের হয় মাছের পোনা। কাউসার সেই পোনা মাছ ধরায় ব্যস্ত। সে দেখলো নদীর কাছাকাছি পাড়ের ধারে গুড়া চিংড়ি মাছই বেশি ধরা পড়ছে। ছোট ছোট চিংড়ি মাছের পোনা জালে পড়তেই সেগুলো কেচে তুলছে পাত্রে। সাথে আসছে নানান ময়লা আবর্জনা। আবর্জনা পরিস্কার করেই সে পোনা মাছগুলো তুলছে। দেখতে দেখতে বেশ মাছ ধরে ফেলেছে। একটু বিরতি দিয়ে সে পাড়ে এসে বসলো। তারপর একটা বিড়ি ধরিয়ে আপন মনে টানতে লাগলো। বিড়ি টানছে আর চিন্তা করছে আরো কিছু মাছ ধরবে। আজকে জালে বেশ মাছ ধরা পড়ছে। বিড়ি টানার ফাঁকে সে দেখতে পেল রহিম পাগলা আসছে।রহিম পাগলাকে আসতে দেখে কাউসার দ্রুত নদীতে নেমে পড়লো মাছ ধরার জন্য। তাকে নেমে পড়তে দেখে রহিম পাগলা আরো দ্রুত তার কাছে চলে এল। কাউসারের উদ্দেশ্যে রহিম পাগলা বললোঃ

-কি কাউসার কি করস? মাছ ধরস? আমাগো কাউসার মাছ ধরে হে...হে

কাউসার তার কথায় কান দিলো না। সে তার কাজ করে যেতে লাগলো। আজ জালে বেশ মাছ ধরা পড়ছে। কাজেই পাগলের কথায় কান দিলে তার সময় নষ্ট। কিন্ত্তু রহিম পাগলা নাছোড়বান্দা। সে কাউসারকে লক্ষ্য করে আবারো বলা শুরু করলোঃ

-কি রে কাউসার কি করস? মাছ ধরস । পোনা মাছ হে...হে... হাউজে কাউসার পোনা মাছ ধরে।
কিরে হাউসে কাউসার? কি দিয়া মাছ ধরস?

বিরক্ত হয়ে কাউসার বললোঃ

-দেহেন না কি দিয়া মাছ ধরি...খোঁচাইল দিয়া মাছ ধরি..

-ঐডা খোঁচাইল? ভালো কইর‌্যা দেকতো তিনকোনা দেখতে ঐডারে খোচাইল কয় নি?

-কি কয় তাইলে...আপনের মাথা...

রহিম পাগলা ক্ষেপে গিয়ে বললোঃ

-তিনকোণা নিচে তেনা তারে বুঝি কয় খোঁচাইল...আর খোঁচাইলেই দেহি আহে পোনা..
রহিম পাগলার কথা শুনে কাউসার যেন সম্বিৎ ফিরে পেলো...পাগলা এইডা কি বুঝাইতে চাইলো। সে তার হাতে থাকা খোঁচাইলটা উপরের দিকে টেনে তুলে লক্ষ্য করে দেখতে পেলো সত্যিইতো সেটা দেখতে অনেকটা..তারপর যখন সেটা ঠেলে নিয়ে যাচ্ছে সেটাতে ধরা পড়ছে পোনামাছের ঝাঁক। পাগলটা তাকে কি বুঝাইতে চাইলো...আবার তাকে বলছে হাউসে কাউসার... রহস্যটা কি?
কাউসার রহিম পাগলার দিকে তাকিয়ে দেখে সে হন হন করে হেটে যাচ্ছে...আর গাইছে
নদীকে সদায় উঠে জল
ও সে করছে টলমল
রাগের ছড়ি, ছিপের বাড়ি খেলে বেটা
শুকনায় হবি তল।
কত রসিক জেলে জাল ফেলে
প্রাণ নিয়ে দিচ্ছে সাঁতার