পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

জন্ম জন্মান্তরের বাস্তবতা-


 



প্রকৃতি পুরুষ হতে বিশ্বসৃষ্টি হয়।
মাতাপিতার সংযোগেতে সন্তান জন্মায়।
ইচ্ছাময়ের ইচ্ছা যোগে হইয়া মিলন,
পিতৃবীর্য্য মাতৃগর্ভে হইলে পতন।
প্রথম মাসেতে যোগে দ্রবাকারে হয়,
দ্বিতীয় মাসেতে পিণ্ড মহাজনে কয়।
হস্ত পদ মস্তকাদি, চিহ্ন তিন মাসে,
লিঙ্গদেহ অভিব্যক্তি চতুর্থ প্রকাশে।
তৎপরে হয় গর্ভ, চালিত জঠরে,
দক্ষিণে থাকে পুএ কন্যা বাম ধারে।
পণ্চ্ম মাসেতে হয় প্রবুদ্ধ হ্নদয়,
রক্ত মাংস অস্হি স্নায়ু, ষষ্ঠ মাসে হয়।
সপ্তম মাসেতে বর্ণ, অঙ্গের পূর্ণতা,
অনুভব হয় প্রাণে, গর্ভবাস ব্যথা।
হাত দিয়া ঢাকে শিশু শ্রবণ বিবর,
অন্তরে স্মরণ করে পরম ঈশ্বর।
অষ্টমেতে ত্বক আর হ্নদয়ের জ্যোতি,
প্রাপ্ত হয় নবমেতে প্রসবের গতি।
তারপর ঈশ্বরের ইচ্ছাযোগ হলে,
প্রসব হইয়া শিশু পড়ে ভূমিতলে।
জনমিয়ে কাঁদে শিশু বলে ওয়া ওয়া,
জীবন সঙ্গীতারম্ভে এই হল ধূয়া।
সংক্ষেপে কহিলাম জন্ম বিবরণ,
যেরুপ বলিয়াছেন, পূর্বে ঋষিগণ।।
~~~
সাধক মহর্ষি মনোমোহন