পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















১৬.
তার কারণেই চোখের পানি, মুছিয়ে ফের সে-ই দেবে-
জীবন যদি সে নিয়েছে, জীবন ফিরে সে-ই দেবে।
বলছে যারা যা পেয়েছ- এর থেকেও তো ভালো আছে,
আমার ভালোবাসায় কিন্তু এ-ও আছে আর ও-ও আছে।

শুনলে মনে হতেই পারে এ সব কথা রহস্যের।
একবারটি বলার পরে বলব আমি দ্যাখো না ফের!
নিয়েছে যদি শূন্য করে, হাত ভরিয়ে সে-ই দেবে।

ইহকাল আর পরকালের ভরসা তো সেই একজনাই।
খুলেই বলি ঢেকেই বলি- বলার কিন্তু বিরাম নাই।
এ দুনিয়ার ধরনটিকে ভরসা করাই বাতুলতা-
তাকে পেলেই সবটা পাওয়া- কে চায় তবে অমরতা!

পেয়ালা দাও পূর্ণ করে, মিনতি রাখো ও সাকি।
মাতাল হলে প্রাণে আমার কি আর কারো ভয় রাখি!
হাফিজ, তুমি ভালোবাসার, ভালোবাসাটি সে-ই দেবে ॥