পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















৪৪.
শরাব যদি নহর তবে
ভাসিয়ে দাও জাহাজটা-
বৃদ্ধ আর তরুণদের
থামাতে বলো আওয়াজটা।
ও সাকি আজ শরাব ঢেলে
জাহাজটাকে ভরিয়ে দাও।
এমন ভালো কাজের পরে
আমার সাধুবাদটা নাও।
ভুল করে তো ভুলেই ছিলাম
সরাইখানার রাস্তাটা-
এবার তুমি ফিরিয়ে নাও,
দেখিয়ে দাও পারঘাটা।

মধ্যরাতে চাঁদ সরিয়ে
সূর্যটাকে আনতে চাও?
দ্রাক্ষাবনের ওই কন্যার
ঘোমটাখানা সরিয়ে দাও।
যখন হবো আমিও লাশ
কবর তুমি দিও না গো!
সরাইখানায় আনবে টেনে,
বলবে এইখানেই থাকো।
হাফিজ তুমি পৌঁছে যাবে
যখন সুতোর শেষ মাথায়-
তখন তুমি দুঃখ শেষের
গজল লিখো শেষ পাতায় ॥