পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ- সৈয়দ শামসুল হক




















১৮.
এই দরজায় আমরা আসিনি খেতাব খেলাত আশাতে।
আশ্রয় পেতে এসেছি আমরা সময়ের ঝঞ্ঝাতে!

আমরা যাত্রী ভালোবাসবার সীমান্ত সব পেরিয়ে-
এই জীবনের একটি সড়কও আমরা যাইনি এড়িয়ে।

তোমার বাগানে আমরা দেখেছি ফোটে কত ফুল ভোরে-
আমরা এমন- হৃদয়কে রাখি সূর্যমুখীটি করে।

কই তুমি কই! আলো দাও আলো! দয়া করো একবার।
নুন দরিয়ায় ডুবে আছি দ্যাখো, করো তুমি উদ্ধার।

হাফিজ, তোমার দরবেশি ওই আলখাল্লাটি ছাড়ো।
ঢুকে পড়ো দেখি সরাইখানায়, পেয়ালাও আছে তোমারও ॥