পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















৪২.
মসজিদে মসজিদে যারা ওয়াজের তুফান ছোটায়-
পালনে তো একান্তে তারাই দেখি ভিন্ন হয়ে যায়।
এই যে সমস্যা! এটি মোল্লাদের কাছে পেশ করো-
নিজের তওবা নাই, বলবেন তবু ওহে অনুতাপ করো!

হয়তো তাঁদেরই নাই আখেরাতে হাশরে বিশ্বাস-
তাই কি আনেন তাঁরা দুনিয়াবি বিচারে সন্ত্রাস!
আমি তাই সরাইখানার সব হুজুরের পায়ে
পড়ে আছি- বাদশার খেলাত ফেলে আলখাল্লা গায়ে।

হাতে তসবি টিপে যাও হৃদয়ের এ বালাখানায়-
মনে রেখো, আদমকে গড়া হয় নিতান্ত কাদায়।
আর এই সরাইখানাটি সেও মাটিতেই গড়া-
অতএব এখানেই পাবে পাঠ, হতে থাক পড়া!

হাফিজ, তোমার আজ গজলের রচনা চলবে-
দেখবে তোমারই লেখা ফেরেশতারা মুখস্ত বলবে!