পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ সৈয়দ শামসুল হক




















১১.
শরাবের এত গুণ- এতটাই করেছে মাতাল!
কেমন এ কা- বলো?- সব কিছু কী টালমাটাল।
ঢালে কে শরাব আর বলো দেখি এ কোন্ আস্তানা?
গান যে গাইছে কবি, তার মধ্যে তোমাকেই টানা!

তুমিও কি দিয়েছো চুমুক, তুমি হয়ে গেছো চুর?
গানের প্রতিটি কথা তোমারও কি লাগছে মধুর?
গোলাপ ফুটেছে দ্যাখো, মধুময় আজ মউচাক।
বাগান কী অপরূপ! যে পারে সে এসে দেখে যাক।

দেখে যাক এখানেই সেই রাণী বিলকিসের রূপ-
যার জন্যে আজও পোড়ে সোলেমান বাদশার ধূপ।
হৃদয়, গোলাপ হও, ফুটে ওঠো রক্তলাল হয়ে।
এই তো সময়- তুমি কেন বসে?- কাল যায় বয়ে!

সাকি যে শরাব নিয়ে ফিরে এলো ওই যে আবার-
এখনো কিছুটা কাজ বাকি আছে এ অমৃত সুধার!
হাফিজ, তুমিই জানো- ভালো জানো প্রেমের ধরন-
শরাবে জীবন ফেরে- আর সেই শরাবে মরণ!