পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















৩৫.
বাতাস বহে যাও, পারো তো যাও তার
কুটির দিয়ে তুমি বহে যাও।
ফেরার পথে যদি পারো তো একবার
খবর তুমি তার এনে দাও।

গোলাপ ফুটেছো যে তোমার ইচ্ছাতে,
সুবাসে দাও তুমি খবর তার।
ভোরের পাখিটির কথাও মনে রেখো,
তারও যে এটা খুব দরকার।

হে চাঁদ ছিলে তুমি যখন প্রথমায়
তখনই তোমাকে যে বন্ধু পাই-
এখন যদি ষোলোকলায় তুমি তবে-
ঢেকেই রেখো না এ রোশনাই।

চুনির মতো লাল ওই যে দেখি ঠোঁট-
উৎস ওখানেই শর্করার।
দাও গো সেই স্বাদ টিয়ার মুখে তুমি,
আমি তো পাখি সেই অপেক্ষার।

এই যে ইহকাল জানি সে দুদিনের,
দেবার আছে তার সামান্যই-
এ কথা লুকোবার মতো যে তুমি নও-
ভোলার মতো লোক আমরা নই।

কালের স্মৃতিপটে থাকবে যদি আশা,
স্মরণে রেখো তবে সেই বচন-
কাব্য ভালোবাসে এমন সুজনেরা
বিলিয়ে দিতে সোনা নয় কৃপণ।

মিলিয়ে যাবে ধূলি, দুঃখ দূরে যাবে,
সুদিন দেখো ফিরে আসবেই।
হাফিজ, তাই বলে অশ্রু থামিও না-

সুখেও চোখ ভিজে উঠবেই ॥