পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















১৪.
সে চুরি করেছে মন, মুখ তার লুকিয়ে রেখেছে।
তাহলে এ খেলা হবে কার সাথে? দোহাই বলো না!
ভোর হয়, হৃদয়ের রক্ত ঝরে বিজন বেলায়।
অথচ সে করুণারই বলে আমি করেছি কল্পনা।

সে যদি নিয়েছে তার অপরূপ মুখখানি ফিরে-
গোলাপের মতো কেন রক্তলাল হয়ে উঠবো না?
আমাকে মোমের মতো পুড়িয়েছে তার প্রেম- তাই
পেয়ালাও কেঁদে ওঠে, সংগীতেও শোকের মূর্চ্ছনা।

ভোরের হাওয়া কি মিঠে, ওগো হাওয়া তোমাকে মিনতি-
জুড়াও এ অঙ্গ তুমি, এনে দাও সন্তাপে সান্ত¦না।
শত্রুর অধিক তার আচরণ দেখেছো, হাফিজ,
কেবল ভ্রকুটি মাত্র- বিদ্ধতীরে দুঃসহ যাতনা ॥