পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ সৈয়দ শামসুল হক




















৬.
আরো একবার হৃদয় আমার
ভেঙে গেছে বিচ্ছেদে,
যাবার যে গেছে, পড়ে আছি আমি
দ্যাখো তার নির্বেদে।
জানতো কী জাদু! করেছে কী দশা!
এমনই সে কৌশলী।
সাধুকেও ধরে নিয়ে গেছে তার
সরাইখানার গলি!

হৃদয়হীনের শোকে অশ্রুর
বর্ণ গোধূলি লাল-
আর কারো নয় বিশ্বে আমারই
শুধু এ পোড়া কপাল।
কোনো ভোরবেলা লায়লির আলো
চিরে দিয়েছিল রাত-
আলো নয় যেন মজনুর বুকে
ছিল তা বজ্রাঘাত।

ঢালো সুরা ঢালো পেয়ালায় সাকী,
মাতাল না হলে পারি-
দেখে নিতে তার চেহারা তো নয়
খাপ খোলা তরবারি!
হাফিজ, তুমি তো অনেক দেখেছ-
আরো কী দেখতে বাকি?
এই হৃদয়ের সবটাই ফাঁকা
আর সবটাই ফাঁকি ॥