পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















৯.
হাওয়া কী মধুর, আর আকাশটা নীল যতদূর-
এসেছে বসন্ত ফিরে, কিন্তু আমি পকেটে ফতুর।
মেলায় গাওনা হচ্ছে, অধোমুখ রয়েছি লজ্জায়-
খালি হাতে গীতবাদ্য গরীবের বুঝি শোভা পায়!

নিজেকে তো বেচবো না, জগতেও দয়াশীল নাই;
ছেঁড়া এ জামাটি রেখে দেখি যদি পেয়ালাটি পাই।
চলো তবে খোলা ওই দরজাটি সরাইখানার।
আছে সুরা, আছে সাকি আর আছে আঙুর আনার।

হাফিজ, হয়ত আজো দয়াশীল আছে কেউ দেশে-
তোমার অশ্রুর নুনে যদি তার মধুটুকু মেশে ॥