পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















৩৪.
মাথার চুল আলুথালু, ঘামতে ঘামতে নাজেহাল!
পেয়ালা হাতে গজল গায়, শরাবে আজ সে মাতাল।

মনের মধ্যে ফূর্তি খুব, কিন্তু ঠোঁটে হায় হায়!
মনে পড়ছে রাত দুপুরে এসেছিল সে গতকাল।

কানের কাছে মুখটি রেখে বলছিল সে বিষাদে-
জেগে থাকার কথাটি যার তার কিনা এ ঘুমের হাল!

এমনতর ঘুমটা যদি শরাব টানার কারণেই-
যে দিয়েছে শরাব তাকে বলবে তুমি- কী দজ্জাল!

পেয়ালা হেসে উঠল তখন, বলল আমার দোষটা কী!
হাফিজ, প্রেমে এই তো হয়! হয়নি তোমার গোস্তাকি!