পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ - সৈয়দ শামসুল হক




















৫৬.
একদিন দেশে ফিরে যাবো এই নির্বাসন থেকে,
যদি যাই অভিজ্ঞান নিয়ে যাবো পূর্বাপর দেখে।
এই দীর্ঘ পথ যদি নিরাপদে পাড়ি দেয়া যায়
আবার উঠবো গিয়ে পুরোনো সে সরাইখানায়।
এক হাতে পেয়ালাটি, অন্য হাতে রবাবটি ধরে
পথের বর্ণনা আমি করে যাবো বন্ধুর আসরে।
প্রেমের যন্ত্রণা যারা একদিন সহেছিল তারা
বুঝে যাবে আমিও তাদের মতো আরেক বেচারা।
তারাই জানবে আমি পড়ে আছি এখনো পথেই-
পথ বড়ো দীর্ঘ পথ- এ চলার আজও শেষ নেই।
দৃষ্টির সমুখে শুধু সেই তার ভুরুর কলাপ
নামাজী যেমন তার সেজদায় দেখে মেহরাব।
পড়ে আছো প্রণত হাফিজ তুমি, বহে যায় সুরা!
আসরে সত্বর এসো, অপেক্ষায় রয়েছে বন্ধুরা ॥