পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















১৫.
রাতের ইয়ার দোস্ত তুমি একটু মনে কোরো,
ভুলে যেয়ো না সরাইখানায় রাত-
মাতাল তুমি তবুও মনে পড়েছিল যে তাকে-
কেননা গান গাইছিল স্যাঙাত।

এমনটাই তো হবার কথা যখন পেয়ালায়
ঢালছে শরাব সাকি গোলাপ গাল!
দেখেই তাকে মনে পড়ে যায় আছে সে একজন-
যার জন্যে গোলাপ এত লাল।

তোমার হাত যখন খোঁজে ক্ষীণ সে কটি তার-
মনে তোমার জড়িয়ে ধরার সাধ-
তখন ওঠে মাতাল হাওয়া    স্মৃতির কন্দরে,
একদিন তো হয়নি বরবাদ।

এক পলকের দুঃখ ওসব,   মুহূর্তেরই শোক!
ভালোবাসায় অমন হয়ে থাকে।
আর এটিও জানবে তুমি    এই যে মহাকাল-
নিত্য ঘোরে চোরাপথের বাঁকে।

এমন মনে হচ্ছে যদি যাত্রাপথে তুমি
পথ হারালে অন্ধকার রাতে-
স্মরণ কোরো এমন সওয়ার অনেক ছিল যারা
আটকে গেছে ঘোড়ার চাবুকটাতে।

দিচ্ছি দোহাই তোমরা যারা অসীম করুণায়
পৌঁছে গেছো জ্যোতির্ময়ের মাঠ,
একবারটি তাকিয়ে দেখো    এই হাফিজের মুখ-
এবং সরাইখানার চৌকাঠ ॥