পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















২৭.
কারো হাতে তুমি শরাবের ওই পেয়ালাটি তুলে দেবে না।
এই যে গোলাপ, ডাঁটা থেকে তার হাতটিও তুলে নেবে না।
হাফিজ, এ বড়ো কঠিন দুনিয়া! দুরাচার দ্যাখো নিয়তির!
তার সাথে যদি পাল্লা দেবে তো, হও ধীর, হও স্থির।

কলমের মুখে আনো অক্ষর, লেখো হৃদয়ের রক্তে-
মুখটি ফিরিয়ে থাকুক সে বসে নির্দয় তার তখ্তে।
মুক্তি তোমার গজলের গানে, গজলেই পাবে তাকে-
শিল্পই শেষ অবধি বাঁচায়- শিল্পে যে মন রাখে ॥