পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















৩১.
ফাল্গু  ন এসেছে ফিরে, ফুলে ভরে গিয়েছে বাগান-
মাটির গভীর থেকে এরা সব পেয়েছে উত্থান।
তাহলে ধুলায় তুমি পড়ে আছো কেন হে হাফিজ?

শ্রাবণ মেঘের মতো বৃষ্টি তুমি ঝরাও চোখের।
ভেজাও কবরটিকে- কারাগার!- এই হৃদয়ের!
তুমিও উত্থান পাবে- অংকুরের জন্ম দেবে বীজ ॥