পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক





















৩৯.
ফিরে এসো! আহত এ হৃদয়ে আমার-
যেন ফুলে ভরে ওঠে শুকোনো বাগান,
যেন পাট খুলে যায় বন্ধ দরোজার-
কবরের লাশ যেন ফিরে পায় প্রাণ।
রাখো হাত, খুলে যাক পল্লব আমার
যেন চোখ দেখে ওঠে সৌন্দর্য তোমার।
ফিরে এসো! ফিরে এসো জীবনে আবার!

প্রাণের সংগীতে তুমি ফেরাও উল্লাস।
স্বাধীনতা এনে দাও পরাজিত দেশে।
তুমি তো নামলেই মাঠে দুশমনেরা লাশ!
আমিও দাঁড়াব উঠে বিজয়ীর বেশে।
এই দ্যাখো আয়নাটি তুলে ধরেছি যে,
এখানে তোমারই মুখ- অপরূপ কী যে!
খুন হয়ে যাই আমি রূপের কিরিচে।

নিশীথ যেন সে এক গর্ভবতী নারী-
প্রতিটি তারাকে আমি করেছি জিজ্ঞাসা-
কীসের সে জন্ম দেবে জানতে কি পারি?
চাঁদ? নাকি লোকে যাকে বলে ভালোবাসা?
জবাব মেলে না তার, তারা ঢলে পড়ে।
তখনো হাফিজ শোনে নিজের ভেতরে-
ফিরে এসো!- অবিরাম প্রহরে প্রহরে ॥