পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















৫৩.
দীর্ঘ এই যাত্রায় যে বেরিয়ে পড়েছি, হৃদয়, একবার ভাবো তো
পথের সঙ্গী সৌভাগ্যের চেয়ে ভালো আর কী হতে পারে?
আর, এটিও তুমি ভেবে দেখো, শিরাজের বাগানে যে বইছে বাতাস,
তার থেকে বিশ্বস্ত দূত আর কেউ কি হতে পারে?

কথাটা হচ্ছে তুমি যাকে ভালোবাসো তার বাড়ি থেকে নয়,
আসল বেরিয়ে পড়াটা হচ্ছে আত্মিক সত্যের সন্ধানে,
এতেই স্থির থেকো তুমি, আর মনে রেখো তোমার চেনা শহরটিকে,
সেখানে যারা- তাদের আসল বাসাটি তো তোমারই প্রাণে।

পথের ওপর হঠাৎ যদি দস্যুর মতো ঝাঁপিয়ে পড়ে তোমার দুঃখ,
জন্মভূমির ওই বন্ধুরাই তো দেবে তোমাকে সান্ত¦না।
বসে পড়ো সরাইখানায়, শ্রান্ত তোমার হাতে তুলে নাও পেয়ালা,
পান করো! আর এতেই যে উদ্ধার, সে কি তুমি জানো না!

আর তো কিছুর দরকার নেই। এবার সহজ করে তোলো সব-
হাতের পেয়ালা- মনের সেই মানুষ- আর কি চাই তোমার!
হাফিজ, তুমি শুদ্ধাচারী এবং জ্ঞানী, তাই তুমিই তো এটা বুঝবে
এখানেই পুণ্য আর এখানেই পাপ- এই হচ্ছে সংসার ॥