পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















১৭.
সরাইখানায় টানছি মাল, মাতাল আমি টালমাটাল-
ভালোবাসার সাত কা-!- তবুও কী যে পোড়া কপাল!
ওই যে তার ভুরুর টান, ওতেই ফোটে তিরষ্কার
এক্কেবারে শুরুর থেকে- রক্ত ঝরে বুকে আমার।
গোলাপ তুমি ফুটলে ভোরে,
তুমিও দেখি রক্তলাল!

আচ্ছা খুব! শরাবে, সাকি, ভেজাল তুমি দিও না হে।
মাতাল যদি, আরো মাতাল হতে আমার প্রাণ চাহে।
শরাব যদি রঙিন লাল, তাকিয়ে দেখো এ হৃদয়-
সেটাও তারই রক্তলাল সিলমোহরের ছাপটা বয়।
হাফিজ, তুমি নীরব থেকো,
আজকে এবং চিরটা কাল ॥