পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















২৪.
গতকাল শুনি আলোআঁধারির সরাইখানার হাঁক-
পাপ হলে হবে!   পান করো তুমি! পেয়ালাটি হাতে থাক!

এই তো সমূহ শুভ সংবাদ! ওঠো দেখি একবার!
জানবে তোমার    পথের শেষেই নদী বহে করুণার!

এ জীবনে পাপ!    কত কী যে পাপ! তালিকাটি সীমাহীন!
তার চেয়ে দেখো অসীম ক্ষমার আসনে তিনি আসীন।

অতএব চলো সরাইখানায়, ঝেড়ে ফেলো সব দ্বিধা।
দেখবে সেখানে    শরাব রঙিন বালিকারা সুস্মিতা।

হাফিজ, তাহলে   কাজ নেই গুনে কতটা করেছো পাপ।
সরাইখানায় পেয়ালাটি নাও- গোস্তাকি করো মাফ ॥