পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















২৫.

এই পেয়ালা নিলাম হাতে-
সব রেখে দিলাম তফাতে।
মন যদি শরাবে রঙিণ-
পূর্বাপর মুহূর্তে বিলীন।
ওই মাছ নদীর পানির-
অপেক্ষায় আছে বড়শির।
অতএব হাফিজ এখন-
শরাবেই খোঁজে নিমজ্জন ॥