পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















২৬.
দেবদারু দেখো তার মাথাটি আকাশে।
যাত্রীদের বিদায়ের মুহূর্তটি আসে।
একবার বোসো দেখি গাছের ছায়ায়-
পেতে রাখো চোখ দুটি তার অপেক্ষায়।
এই যে বসন্ত আর ফুল থরে থরে-
এই যে নহর বয় কুলকুল করে-
বুঝি কেঁদে যায় তার বিদায় স্মরণে,
তাই বুঝি এত ফুল ফুটেছে এ বনে।
ভুলি নাই ভুলি নাই ভালোবাসি যাকে-
আমার ক্রন্দন নাও- বলি কবিতাকে।
আমার চোখের পানি শ্রাবণ ধারায়-
নহরে নহরে দীর্ঘশ্বাস মিশে যায়।
নতুন নহর যাবে এ নহর থেকে-
হাফিজ, এ থেকে যদি কিছুমাত্র শেখে!