পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















৭.
কাজল চোখের জন্যে এই প্রেম থেকে মুক্তি নেই।
ভালো করে জেনে গেছি এতদিনে ভাগ্যলেখা এই।

বিরুদ্ধবাদীর স্বরে কানে তালা লেগে গেছে আজ-
ফজরে মিনারে আর পৌঁছুবে না আমার আওয়াজ।

হাশরের মাঠে আমি দাঁড়াবার আগেই কী পাপী-
কী তবে জীবন আর কী তবে সাধন- তাই ভাবি!

খোদার দোহাই লাগে, ক্ষমা করো তুমি বিচারক।
ওস্তাদের বিপরীতে আমি এক আনাড়ি বাদক।

সাকী যে পেয়ালা আনে, শান্তি সেই লাল মদিরায়।
এতেই যা কিছু আজ, যদি এতে সব ডুবে যায়।

কেবল একটি সাধ, ভালো যেন বেসে যেতে পারি-
কিছুতে না ভুলি যেন তার প্রেম, আলিঙ্গন তারই।

হাফিজ, প্রার্থনা করো, সব ভুলে যাবার পরেও-
স্মরণে থাকুক চোট আর পানি এ দুটি চোখেও ॥