পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















৫৫.
তাহলে বাধাটা কোথায়? জন্মভূমির দিকে কেন আমি রওনা হবো না?
কেন বন্ধুর গলিতে পৌঁছুবার পর তার ধুলি হয়ে থাকবো না?
বাড়ি থেকে বিজন এই বিদেশে এতকাল এত কষ্ট সইবার পর
কেন নিজের শহরে ফিরে নিজেই নিজের যুবরাজ হয়ে বসব না?

আমি ফিরব, আবার বসে যাবো প্রিয় সেই চত্বরে সবার সঙ্গে,
ভাগ করে নেবো সকলের সুখ দুঃখ যখন যেটা আসে।
জীবনের কথা তো আগে থেকে কিছু বলা যায় না, শুধু এই যে
যখন মৃত্যু আসবে, যেন শীতল সেই তার ছায়াতলেই আসে।

কত বেদনা কত ব্যর্থতা, আমার যে দুঃখতাপ মনে মনেই থাক।
ভালোবেসেছি আর ভালোবেসে যে হাল ছাড়িনি, অহংকারটা এই।
হাফিজকে থাকতে দাও নিজের মনে, তার আশা আছে একদিন
স্বর্গ সে পাবেই, আর সেই স্বর্গ আর কোথাও নয়- তোমাতেই ॥