পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















৫০.
আবার ফিরে হবেই ভোর, গন্ধবহ ছুটবে।
আবার দেখো জগৎ বুড়ি যুবতী হয়ে উঠবে।
পেয়ালা হবে বসন্তের শরাবে ফের ভরপুর।
আকাশ ভরা ব্যাথার তারা দেখছি চোখে যদ্দুর-
আবার তারা জুঁই হবে তো! বাগানে ফের ফুটবে।
বলছি আমি, হতেই হবে,
আবার হবে, হবেই ফের!

দীর্ঘ এই ক্রন্দনের দিনটা কেটে যাবেই তো।
বিচ্ছেদের পরে আবার মিলন ফিরে পাবেই তো।
দুঃখ পাখি পৌঁছে যাবে আবার সেই উদ্যানে-
হায় হায় যে করছিলো, আর করবে না সে তার গানে।
সরাই ফিরে ডাকবে, এসো- হাফিজ ফিরে যাবেই তো।
বলছি আমি, যেতেই হবে,
আবার যাবো, যাবোই ফের!

হায় রে বোকা, এমন সুখে আজকে যদি না মাতিস-
কালকে দিনের জন্যে যদি সবটা ফেলে তুই রাখিস-
তবেই বুঝি মিলিয়ে যাবে এই শাবানে দুঃখ তোর?
আসছে ওই রমজানেরই দিবসব্যাপী উপোস তোর!
তার চেয়ে তুই পেয়ালা তুলে তৃষিত তোর ঠোঁট রাখিস।
বলছি আমি, রাখতে হবে,
রাখবি তুই ঠোঁটটি ফের।

ওই যে দ্যাখ, গোলাপ ফোটে, টকটকে কী পাঁপড়ি লাল-
যেন প্রিয়ার মুখটি রাঙা, শরমে তার রঙিণ গাল।
ফুল বিছানো সড়ক দিয়ে আসল যদি সে আবার-
দুঃখটাকে বক্ষে পুষে করবি কি তুই দিন কাবার?
ফুরিয়ে যায় সময় দ্রুত, এক্ষুনি তুই হ’ মাতাল।
বলছি আমি, হতেই হবে,
মাতাল হবি হাফিজ ফের।

আসুক তবে গানের দল, আনুক তারা বীন্ রবাব।
আবার ফিরে সরাইখানায় নহর কেটে দিক শরাব।
হাফিজ ফিরে উঠে দাঁড়ায়, অন্ধকারের পাড় ঠেলে-
ঘনিয়ে যায় সেই যেখানে চুম্বনের ঠোঁট মেলে।
নিষেধকারী যারাই আছে তাদের দিয়ে দাও জবাব।
হাফিজ বলে, দিতেই হবে,
বিদায় করে দাও তাদের ॥