পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















২০.
অপার সাগরের মতো এ ভালোবাসা-
এখানে নেই কুল কিনারা।
বিলিয়ে দেয়া যায় যদি এ নিজেকেই,
তবেই আশা আছে হয়ত।
তুমি যে এসে গেলে এতটা পথ হেঁটে,
অনেক যদি থাকে গল্প-
সে সব পড়ে থাক, শরাব এনো তুমি,
শাস্ত্র কথা আর নয়ত।

বৈদ্য বহু আছে, তাদের কাছে তুমি
বলো না অসুখের বিবরণ।
বরং হৃদয়ের মোহর দিয়ে তুমি
সওদা করে নাও, সুফি!
দিও না দোষ তুমি মন্দ কপালের,
দরজা থাকে যদি বন্ধ।
স্বচ্ছ আয়নায় মুখটি দেখে নাও,
মাথায় পরে নাও টুপি।

পেয়ালা হাতে সাকি! সরাইখানা ডাকে!
মাতাল হও তুমি শরাবে।
কোদাল হাতে নিয়ে যেমন লুব্ধেরা
গুপ্তধন করে সন্ধান-
তুমিও তাই করো! তাকিয়ে দেখো তুমি
চোখের পানি পড়ে হাফিজের।
হৃদয় গলবে না? মিনতি রাখবে না?
কঠিন করে আর রেখো না প্রাণ ॥