পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক



















২১.
তুলেছি যেই পেয়ালা ঠোঁটে বিশুদ্ধ এই শরাবটির-
অমনি শুরু হলো আবার বুলবুলি ওই পাখিটির।
গাইছে গান বুলবুলিটি, বলতে কী চায় ভাবছো কি?
ব্যাখ্যা পেতে পণ্ডিতদের কাছেই তুমি যাচ্ছো কি?
তাদের কাছে খবর নেই! জানতে যদি ইচ্ছাটি-
পাখির কাছেই জানতে পাবে গানের তার ব্যাখ্যাটি।
শরাব! তুমি হারামখোর! ফতোয়া দেন মৌলভি!
হাফিজ, তুমি টসকাবে না! শুনবে না ওই বাৎ কভি!
ওরা তো সেই ধুর্ত জোলা,সুতোয় বোনে জায়নামাজ-
কিন্তু বলেসোনায় বোনা!-একেই বলে ধোঁকাবাজ!
হাফিজ, এসো, পেয়ালা নাও, মাতাল হও শীগগির।
শরাব সে তো পান করারই- কক্ষনো নয় বিক্রির!