পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ সৈয়দ শামসুল হক




















৪৯.
পা থাকতেও তার সড়কে পা ফেলছ না।
খেলাধুলার সবই আছে, কিন্তু খেলছ না।

হাতে তোমার শিকারী বাজ কাজে লাগাচ্ছো না।
টানছো শরাব সারাটা রাত সোয়াদ পাচ্ছো না।

অনুরাগের আস্তিনটা সুগন্ধি ভরপুর-
একটি ফোঁটা তার জন্যে তো করছ না উপুড়।

এই যে দেহে তার কারণেই রক্ত এত লাল-
কিন্তু এতে করছো না তার গাল দুটিকে লাল।

হাফিজ, ভালোবাসছ বাসো, উপদেশ তো শোনো-
হাত গুটিয়ে রাখায় কিন্তু লাভ হয় না কোনো ॥