পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক





















৪১.
হৃদয় ভাগ্যই মানো, ফিরে এলো ভোরের হাওয়াটি-
বিলকিসের দেশ থেকে গানও নিয়ে এসেছে পাখিটি।

গাও পাখি, গাও তুমি, কেননা এ প্রভাতবেলায়
সোলেমানী গোলাপের গন্ধ ভেসে আসছে হাওয়ায়।

বাগানে এই যে ফুল- শরাবেরও ঘ্রাণ প্রতি ফুলে!-
আমাকে ফেরায় প্রেমে পুরাতন ইতিহাস তুলে।

যে বোঝে সে বোঝে আমি পড়ে নিচ্ছি ফুলের ভাষণ-
আসা তার- আর ফিরে যাওয়া তার- এর কী কারণ।

পরমকরুণাময় ঈশ্বরের অসীম কৃপায়-
বুঝে যাই কী করে পাষাণ মনে দয়া এসে যায়।

উৎসুক তাকাই ফিরে সড়কের দিকে, পল গণি,
কান পেতে রাখি তার কারাভার পেতে ঘন্টাধ্বনি।

যদিও হাফিজ সেই কবে থেকে বন্ধ দরজায়-
দ্যাখো কী অসীম ধৈর্য ধরে আছে!- যদি খুলে যায়!