পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক





















৪৩.
ওই যে গান গাইছে ওরা রবাব সহযোগে-
বলছে, আনো, শরাব ঢালো,  যা বলে বলুক লোকে।
বলছে আরো- মনে যা আছে মনেই রেখে দাও-
কীসের পাপ! ভাববে কেন? পেয়ালা তুলে নাও।

তামাশা এই ভালোবাসাই    কাঠগড়াতে যায়!
বৃদ্ধেরা হয় তিরষ্কৃত, দন্ড তরুণ পায়।
আমাদের তো ছলাকলায় বাইরে রাখা হয়-
ভেতরটাতে ষড়যন্ত্রই চলছে নিশ্চয়।

মোল্লারা সব উচ্চস্বরে ওয়াজ করে যায়-
পথ দেখানো মাল্লা তো নয়! পথ থেকে সরায়।
বাঁকা ভুরুর  দৃষ্টি বানেই বদলে যাবে সব-
এই গরীবের ডেরায় ঝরে পড়বেই বৈভব।

এক দল তো ছেড়েই দিলো আল্লার হাতে সব।
আরেক দলে চেষ্টা চলে- চেষ্টায় সম্ভব।
মোদ্দা কথা- লেগেই থাকো হাল ছেড়ো না আর-
একদিন তো পাবেই পাবে তোমার পুরষ্কার।

শরাব আনো, শরাব ঢালো, হাফিজ এবং শেখ-
মাতাল হলেই উঠবে জমে প্রাণের অভিষেক ॥