পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক





















৪০.
গিয়েছিল সরাইখানায় গতসন্ধ্যায় হাফিজ-
প্রেমের দুর্বার টানে দুনিয়া যে করেছে খারিজ।
হঠাৎ আবার তার যৌবনের ফিরেছিল সাধ,
যদিও বুড়িয়ে গেছে তবু হয়ে ওঠে সে উন্মাদ।
একদা যে ভেঙেছিল পানপাত্র ছুঁড়ে ফেলেছিল-
একটি চুমুকে তার সবই কিন্তু ফিরে এসেছিল।
হৃদয় যে করেছিল চুরি তার স্মৃতি ফিরে আসে।
ওই তো দাঁড়িয়ে আছে, একবার কাছে যদি আসে।
গোলাপের মতো লাল রক্ত ঝরে বুলবুলের ঠোঁটে-
রাতের মোমের আলো- তারই  দিকে পতঙ্গেরা ছোটে।
হাফিজ- ক্রন্দন তার থামে নাই মুহূর্তের তরে-
অশ্রুর ফোঁটায় মুক্তো জন্ম নেয় শুক্তির ভেতরে।
তাই সে গিয়েছে কাল বন্ধুদের মাতাল দঙ্গলে!
পতঙ্গ উড়েছে খুব- পুড়ে গেছে মোমের অনলে ॥