পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ সৈয়দ শামসুল হক




















১৩.
কেউ কি বলেনি?- ওহে, ভালোমন্দ জানতে চেয়ো না,
অচেনা থেকেই যাও, কারো গল্প শুনতে যেয়ো না।
যদিও তোমার মন এতই কোমল আর এতটাই কাঁদে,
তবু তুমি কারো জন্যে কখনোই কাতর হয়ো না।

কেন যে বেদনা এত, প্রদীপের কাছে তুমি জিজ্ঞাসাটি রেখো-
ভোরের হাওয়ার কাছে জবাবটা জানতে যেয়ো না।
প্রেমের নিদান লেখা নেই কোনো চিকিৎসা শাস্ত্রেই-
অতএব কী ওষুধ কখনোই জানতে চেয়ো না।

মহাবীর সিকান্দার- তার যুদ্ধ ইতিহাস আমরা পড়িনি-
হৃদয়েরই যুদ্ধ যদি অন্য কিছু জানতে চেয়ো না।
হাফিজ, এসেছে দ্যাখো গোলাপের দিন, তাই বলি-
সুবাসে মাতাল হও, পূর্বাপর মোটেই ভেবো না ॥