পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

হাফিজ সিরাজির কবিতাঃ অনুবাদ-সৈয়দ শামসুল হক




















১৯.
কোথায় পালিয়ে গেলে? কই তুমি? বনের হরিণ!
তোমাকে নিবিড় করে জানতাম আমি একদিন।
ছিলাম তোমার বন্ধু, ছিলে তুমি প্রাণের অধিক।
আজ দ্যাখো দুজনেই পথহারা নিঃসঙ্গ পথিক।

এখন যে যার মতো হেঁটে যাচ্ছি- বড়ো দুঃসময়!
প্রতিটি পথের বাঁকে হামা দিয়ে আছে আজ ভয়।
হাফিজ, তোমাকে ডাকে- দেখা দাও, কাছে  এসো তুমি,
একা তো পারি না আর! চলো খুঁজি শ্যামশষ্প ভূমি-

যেখানে বিচ্ছেদ নেই, পুষ্প চাষ যেইখানে হয়-
হোক তা রক্তের রঙে, তবুও তো গোলাপ নিশ্চয় ॥